Eagle TV Logo
Ad

আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন–ভ্যান চোর

নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহের পল্লীতে পাখি ভ্যান চোর চক্রের সদস্য জনতার হাতে আটক হয়েছে। সোমবার (৪ মার্চ) রাত ৮টার সময় হলিধানী ইউনিয়নের প্রতাবপুর গ্রামে পালাতে গিয়ে জনতার হাতে আটক হয়।

আটককৃত চোর নাজমুল (৩৭) ঝিনাইদহ পাগলা কানাই ইউনিয়নের আমতলা গ্রামের ইউসুফ আলীর ছেলে। সে এ পর্যন্ত হলিধানী থেকে ৩টি ভ্যান চুরি করেছে বলে স্বীকার করে। এবং এই ভ্যান সে ১০ থেকে ১৫ হাজার টাকায় বিক্রি করে থাকেন।

প্রতাবপুর গ্রামের রোকন জানান, ঝিনাইদহ সদর উপজেলার বাতপুকুরিয়া গ্রামের দরিদ্র ভ্যান চালক আব্দুর রহিম হলিধানী বাজারে ভ্যান রেখে বাজার করতে যায়। সেই সুযোগ বুঝে ভ্যানের তালা খুলে ভ্যান নিয়ে পালিয়ে যাওয়ার সময় প্রতাবপুর গ্রামে রাজ্জাক মেম্বরের বাড়ির সামনে থেকে ভ্যানসহ চোরকে আটক করে জনতা।  এ সময়ে তার সাথে থাকা ঝিনাইদহের সাহেব আলী নামে একজন পালিয়ে যায়। খবর শুনে কাতলামারি ক্যাম্পের পুলিশ এসে তাকে উদ্ধার করে।

এ ব্যাপারে কাতলা মারি পুলিশ ক্যাম্পের দায়িত্বরত এ এস আই ইকবাল হোসেন জানান, আটককৃত চোর ভ্যান চুরির সময় জনতার হাতে ধরা পড়ে, খবর পেয়ে আমরা এসে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করেছি।

Ad
সর্বশেষ