Eagle TV Logo
Ad

শৈলকুপায় হোঁচট খেয়ে পড়ে গিয়ে শিশুর মৃত্যু

ঈগল টিভি ডেস্ক

ঝিনাইদহের শৈলকুপায় হোঁচট খেয়ে পড়ে গিয়ে সিয়াম হোসেন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মোঙ্গলবার সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের যাদবপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সিয়াম হোসেন একই গ্রামের জামিরুল ইসলামের বড় সন্তান।

স্থানীয়রা বলেন, সিয়াম আজ সকাল আনুমানিক ৯ টার সময় বাড়ির পাশে ইদ্রিসের বাড়িতে যায় পাওনা ৫০ টাকা আনার জন্য। দ্রুত সেখানে যাওয়ার সময় ইদ্রিস আলীর বাড়ির উঠানে হোঁচট খেয়ে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়। এর পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম চৌধুরী বলেন, সিয়াম হোসেন (৮) নামের এক শিশু অসাবধানতা হোঁচট  খেয়ে পড়ে মৃত্যু বরণ করেছে।

Ad
সর্বশেষ