Eagle TV Logo
Ad

শৈলকুপায় নসিমন চাপায় শিশু নিহত

ঈগল টিভি ডেস্ক

 

ঝিনাইদহের শৈলকুপায় নসিমন চাপায় রুমান হোসেন(৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মোঙ্গবার বিকালে বাড়ির পাশে খেলার সময় রাস্তা পার হতে গিয়ে নসিমনের নিচেই চাপা পড়ে নিহত রুমান  হোসেন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা ধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহত শৈলকুপা উপজেলার পদ্মদী গ্রামের মাসুম হোসেন এর ছেলে।

স্থানীয়রা জানান,বিকাল আনুমানিক ৫.৩০ এর দিকে বাড়ির পিছন  বন্ধুদের সাথে খেলা করছিলো রোহান হোসেন। এসময় হঠাৎ করেই একটি নসিমন গাড়ি রোহানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় রুমান হোসেন  গুরুত্ব আহত হয়।তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম চৌধুরী বলেন, শৈলকুপার ত্রিবেণী ইউনিয়নের পদ্মদী গ্রামে নসিমন চাপায় একজন শিশুর মৃত্যু হয়েছে। তবে ঘাতক নসিমন আটক করা হয়েছে তবে  ঘাতক চালকে আটকের   চেষ্টা চলছে।

Ad
সর্বশেষ