ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার বিহারি মোড় নামক স্থানে সড়কে দুর্ঘটনায় সাহেদ নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার(৬ মার্চ) সকাল ৯ টার দিকে কালীগঞ্জ -কোটচাঁদপুর সড়কে বিহারি মোড় নামক স্থানে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।এসময় মোটরসাইকেল আরোহী সাহেদের হোসেনের মাথায় আঘাত লেগে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নিহত কলেজ শিক্ষার্থী সাহেদ হোসেন (২১) হলেন কালীগঞ্জ পৌর এলাকার আড়পাড়া (পশ্চিম মাটপাড়া) গ্রামের বাসিন্দা কীটনাশক ব্যবসায়ী রমজান আলীর ছেলে ও সরকারি মাহতাবউদ্দিন কলেজের অর্নাস ১ম বর্ষের ছাত্র।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজীব ঘটনার সত্যতা স্বীকার করে জানান,ট্রাক- মোটরসাইকেল সংঘর্ষে সাহেদ নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। ট্রাক আটক করা হয়েছে ও মামলার প্রক্রিয়া চলমান।