Eagle TV Logo
Ad

ঝিনাইদহে ২৪ ঘন্টায় সড়কে ঝরে গেলো ৪ প্রাণ

জেষ্ঠ্য প্রতিবেদক

ঝিনাইদহের সড়কে ১৭ ঘন্টার ব্যবধানে কলেজছাত্র, শিশু ও চাকরীজীবীসহ চার জনের নিহত হয়েছে। সড়ক ও ট্রেন দুর্ঘটনায় তারা নিহত হয় বলে পুলিশ নিশ্চিত করেছে। কালীগঞ্জ থানার ওসি আবু আজিব জানান, বুধবার সকাল ৯টার দিকে ট্রাক চাপায় শাহেদ আলী (২০) নামে এক কলেজ ছাত্র নিহত হন। নিহত শাহেদ উপজেলার ঈশ্বরবা গ্রামের রমজান আলীর ছেলে। সকালে মটরসাইকেলযোগে শাহেদ শহরের বিহারীমোড়ে পৌছালে রড বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ওসি আরো জানান, শাহেদ এবছর এইচএসসি পাশ করে  বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষায় অংশ নিয়েছেন।

এদিকে বুধবার বেলা ১১টার দিকে কালীগঞ্জ বাবরা রেলগেটে মেহেদী নামে এক নছিমন চালক  ট্র্রেনে কাটাপড়ে মারা গেছেন। তিনি নরেন্দ্রপুর গ্রামের মাহবুবুর রহমানের ছেলে। রেল পুলিশ জানান, নছিমন নিয়ে রেললাইন পার হওয়ার সময় গাড়ির ষ্ট্রার্ট বন্ধ হয়ে যায়। এসময় তিনি ট্রেনে কাটা পড়েন।

 

এদিকে শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে শৈলকুপার পদমদী নামক স্থানে পাখি ভ্যানের ধাক্কায় শিশু রুহান আহত হয়। তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হলে রাত ৮টার দিকে মারায় যায়।

অপরদিকে কোটচাঁদপুর মডেল থানার ওসি সৈয়দ আল মামুন জানান, সোমবার বিকালে এলাঙ্গী নামক স্থানে ট্রাক চাপায় গুরুতর আহত হন বাংলালিংক কাস্টমার কেয়ারের শাখা ব্যবস্থাপক রাসেল চৌধুরী। তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ ও পরে যশোর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা মুমুর্ষ হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকাল ৪টার দিকে মৃত্যুবররণ করেন। ১৭ ঘন্টার ব্যবধানে ঝিনাইদহে চারজনের মৃত্যুর ঘটনা জেলা পুলিশ, ফায়ার সার্ভিস ও রেল পুলিশ পৃথক ভাবে সত্যতা নিশ্চত করেছেন।

Ad
সর্বশেষ