অসহায় পিতা্ হারা অসুস্থ শিশু নিলার চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করলেন মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদাতা সংঘ এবং চিকিৎসার সকল দায়িত্ব নিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও মানবিক মানুষ জাহাঙ্গীর আলম জনি । পিতা হারা শিশু নিলা ৪ বছর ধরে গলায় নানা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে । দিনমুজুর মা রুপালী বেগম পরের ক্ষেতে কাজ করে যা উপর্জন করত তা নিয়ে কোন মতে সংসার চালত এই রুপালী বেগম । ৪ বছর আগে নিলার টনসিল ফোলা রোগ হয় । তখন অভাবের সংসারে ধার দেনা করে ঝিনাইদহ ,কুষ্টিয়া ও নাটরো একমাত্র মেয়ে কে চিকিৎসা করান । এর পর টাকার অভাবের এক মাত্র মেয়ে নিলার চিকিৎসা বন্ধ করে দেন মা । এখন নিলার খাওয়া দাওয়া বন্ধ গলাদিয়ে রক্ত উঠছে । তাই নিলার উন্নত চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন । এমন সংবাদ স্থানীয় ঝিনেদা টিভি ও শৈলবার্তা টিভি তে প্রকাশের পর নজরে আসে রক্ত দাতা সংঘের এক ঝাক মানবিক মানুষের । আজ শুক্রবার শৈলকুপা উপজেলার ভাটই দক্ষিপাড়া গ্রামের অসুস্থ নিলার বাড়িতে উপসস্থিত হয়ে নিলার উন্নত চিকিৎসার জন্য নগদ ৫৯,১৫১ টাকা প্রদান করেন এবং সংবাদ প্রকাশের পর নিলার মা রুপালী বেগমের বিকাশ নম্বরে প্রায় ৫০ হাজার টাকা এসেছে । এসময় উপস্থিত ছিলেন রক্তদাতা সংঘের নির্বাহী সদস্য ও মানবিক মানুষ খোন্দকার আতিকুজ্জামান সহ রক্তদাতা সংঘের এক ঝাক মানবিক মানুষ ।
এসময় নিলার অসুস্থতার কথা শুনে রক্তদাতা সংঘের সাথে নিলার বাড়িতে আসেন মানবিক মানুষ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ছাত্র নেতা জাহাঙ্গীর আলম জনি ।নিলার মায়ের মুখে সব কথা শুনে নিলার চিকিৎসার জন্য সকল দায়িত্ব গ্রহন করেন ।