ঝিনাইদহের শৈলকুপায় পূবালী ব্যাংক (পিএলসি) ৫০৫ তম শাখার উদ্বোধন হয়েছে।
সোমবার দুপুরে পৌর এলাকার কবিরপুর তিন রাস্তার মোড়ে মোল্লা টাওয়ারের দ্বিতীয় তলায় এ শাখার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে পূবালী ব্যাংক শৈলকুপা শাখার ব্যাবস্থাপক মাজেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপ-মহাব্যাবস্থাপক ও খুলনা অঞ্চল প্রধান মুশফিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন সহকারী মহাব্যবস্থাপক ও যশোর শাখা প্রধান কাজী সিহাবুল ইসলাম, খুলনা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ফরিদ আহম্মেদ, সহকারী মহাব্যবস্থাপক ও খুলনা শাখা প্রধান শফিকুল ইসলাম, শৈলকুপার উমেদপুর ইউপি চেয়ারম্যান সাব্দার হোসেন মোল্লা ও বনিক সমিতির সভাপতি আব্দুস সোবহান।
এছাড়াও স্থানীয় ব্যবসায়ী, চাকুরিজীবী, শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।
এ উপজেলায় পূবালী ব্যাংকের শাখা উদ্বোধন হওয়ায় গ্রাহকের দীর্ঘ পথ পাড়ি দিয়ে জেলা শহরে যেতে হবেনা। হাতের কাছে সকল প্রকার ব্যাংকিং সেবা পাবেন বলে গ্রাহকরা আনন্দ প্রকাশ করেন। নতুন নতুন গ্রাহক তৈরী হবে এবং সেই সাথে সকল প্রকার সেবা নিশ্চিত করা হবে বলে বক্তারা আশাবাদ ব্যাক্ত করেন।