বাংলাদেশ সময় ১২ই মার্চ দুপুর ১২ টার সময় “এমভি আব্দুল্লাহ” নামের একটি জাহাজ ২৩ জন নাবিক সহ সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে । শতাধিক জলদুস্য একাধিক নৌযানে এসে তারা জাহাজটি ঘিরে ধরে পরে । জাহাজ ও ২৩ জন নাবিক নিয়ে ভারত মহাসাগর থেকে সোমালিয়ার দিকে নিয়ে গেছে । আতিকুল্লা খান নামের একজন নাবিক তার সামাজিক যোগাযোগ মাধ্যেমে লিখেছেন। Dear friends & family , we are good Alham dliah . don’t worry . keep me in ur praryer.
বর্তমানে ২৩ জন নাবিক কে জাহাজের একটি কেবিনে রাখা হয়েছে । জলদুস্যরা কোন নাবিকের উপর হামলা করেনি ।
২৩ জন নাবিকের নাম পরিচয় হলো চট্টগ্রামের রাশেদ মোহাম্মদ আব্দুর, চিফ অফিসার হিসেবে আছেন চট্টগ্রামের খান মোহাম্মদ আতিক উল্লাহ, চট্টগ্রামের চৌধুরী মাজহারুল ইসলাম, ফরিদপুরের ইসলাম মো. তারেকুল, ডেক ক্যাডেট হিসেবে আছেন টাঙ্গাইলের হোসাইন মো. সাব্বির। নওগাঁর শাহিদুজ্জামান এ এস এম, খুলনার ইসলাম মো. তৌফিকুল, নেত্রকোণার উদ্দিন মো. রোকন, চট্টগ্রামের আহমেদ তানভীর, লক্ষ্মীপুরের খান আইয়ুব, উল্লাহ ইব্রাহিম খলিল, এবিল সি-ম্যান (নাবিক) হিসেবে আছেন নোয়াখালীর হক মোহাম্মদ আনোয়ারুল, চট্টগ্রামের রহমান মো. আসিফুর, চট্টগ্রামের হোসাইন মো. সাজ্জাদ, অর্ডিনারি সি-ম্যান (সাধারণ নাবিক) হিসেবে আছেন নাটোরের মোহাম্মদ জয়, সিরাজগঞ্জের হক মো. নাজমুল, ওয়লার হিসেবে আছেন চট্টগ্রামের হক আইনুল, চট্টগ্রামের শামসুদ্দিন মোহাম্মদ, বরিশালের হোসাইন মো. আলী, ফায়ারম্যান হিসেবে আছেন চট্টগ্রামের শাকিল মোশাররফ হোসেন, চিফ কুক হিসেবে আছেন চট্টগ্রামের ইসলাম মো. শফিকুল, চট্টগ্রামের উদ্দিন মোহাম্মদ নূর এবং নোয়াখালীর আহমেদ মোহাম্মদ সালেহ।