ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। কর্তন করা হয়েছে এক কৃষকের ১৭’শ পেপে গাছ। ভাংচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর। মঙ্গলবার সকালে উপজেলার মথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ওই এলাকার রইচ কমান্ডার ও হান্নানের সমর্থকদের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। বিরোধের জেরে সকালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। পরে গ্রামের মাঠে থাকা রইচ কমান্ডারের সমর্থক মতিয়ারের ১০০ শতক জমির ১৭’শ পেপে গাছ কেটে দেয় হান্নানের সমর্থনরা। এছাড়াও বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর করা হয়।
শৈলকূপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে।