Eagle TV Logo
Ad

ঝিনাইদহের কালীগঞ্জে আলমগীর হোসেন (৩২) নামের এক যুবককে গলাকেটে প্রাণনাশ করেছে দুর্বৃত্তরা।

ঈগল টিভি ডেস্ক

শনিবার রাতে উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের শাহাপুর ঘি-ঘাটি গ্রামের মাঠ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত আলমগীর হোসেন ওই গ্রামের আনোয়ার হোসেন আনুর ছেলে।।

 

স্থানীয়রা জানায়, আলমগীর হোসেন বিকালে গ্রামের মাঠে নিজের জমিতে লাগানো ঘাস কাঁটতে যায়। সন্ধ্যা গড়িয়ে গেলেও বাড়ীতে ফেরে না আলমগীর। পরে পরিবারের লোকজন মাঠে খোঁজ নিতে গিয়ে তার গলাকাটা মৃত দেহ  দেখতে পায়। পরে তারা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে তার মৃত দেহটি  উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

 

কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ বলেন, আমরা লাশ উদ্ধার করেছি। এ প্রাণ নাশের ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার করা হবে।

Ad
সর্বশেষ