মহানবী (স.)কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ করেছে এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট ঝিনাইদহের সাধারণ শিক্ষার্থীরা।
আজ সোমবার দুপুরে তাদের নিজস্ব ক্যাম্পাসে এ বিক্ষোভ করে। প্রথমে একটি বিক্ষোভ র্যালী ক্যাম্পাস থেকে বের করে ইনস্টিটিউটের মূল ফটকে ঘুরে একই স্থানে এসে সমাবেশ করে।
উল্লেখ্য- সম্প্রতি কুমিল্লার হোমনা এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউটের গোবিন্দ মজুমদার শুভ নামের এক শিক্ষার্থী একটি ফেইসবুক কমেন্টে চিত্রা চৌধূরীকে মেনশন করে মহানবীর চরিত্র নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য লিখে পোষ্ট করে। এরপর সোস্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়। এ নিয়ে সুষ্ঠু বিচারের দাবীতে ঝিনাইদহে বিক্ষোভ করেছে এটিআই এর শিক্ষার্থীরা।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহের বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কাজী ইমদাদুল হক, এটিআই ক্যাম্পাসের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম, ইমরুল কায়েস, রায়হান সহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।
সে সময় বক্তারা বলেন, হোমনা কুমিল্লা এটিআই এর শিক্ষার্থী গোবিন্দ মজুমদার শুভ মহানবীকে নিয়ে কটুক্তি করায় তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। বক্তারা আরো বলেন, আমাদের নিয়ে অথবা মা-বাবাকে নিয়ে কুটুক্তি করলে ছাড় দিতাম কিন্তু রসুল (স.)কে নিয়ে কুটুক্তিু করায় কোনো ছাড় দেয়া হবেনা।