ঝিনাইদহ-ঢাকা মহাসড়কের কাশিমপুর এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আল আমিন (২৬) নামের এক ট্রাকচালক ঘটনাস্থালেই নিহত হয়েছেন। এ সময় আহত হন অন্য ট্রাকের ড্রাইভারসহ দুই হেলপার । আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল আমিন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার আজিজুল ইসলামের ছেলে।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে চট্টগ্রাম বন্দর থেকে সার বোঝাই একটি ট্রাক ঝিনাইদহ বিসিক শিল্পনগরী এলাকায় আসছিল। পথে কাশিমপুর এলাকায় পৌঁছালে সামনের দিক থেকে আসা বালুবোঝাই অন্য ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সারবোঝাই ট্রাকের চালক নিহত হন। ওই সময় আহত দুজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং অপর একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।