Eagle TV Logo
Ad

ঝিনাইদহের সাবেক দুই সংসদ সদস্যকে অন্তবর্তীকালীন জামিন দিয়েছে আদালত

ঈগল টিভি ডেস্ক

ঝিনাইদহে নাশকতা ও হত্যা মামলায় গ্রেফতার হওয়ায় আওয়ামী লীগের সাবেক দুই  সংসদ সদস্যকে অন্ত:বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত।
রোববার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এমরান হোসেন চৌধুরী এ জামিন আবেদন মঞ্জুর করেন।

জামিন পাওয়া ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে দুই মামলায় ৭ দিনের এবং ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ
সদস্য ও জেলা আওয়ামীলীগ নেতা তাহজীব আলম সিদ্দিকী সমিকে তিন মামলায় ২০ দিনের অর্ন্তবর্তীকালীন জামিন দেওয়া হয়।

জেলা বিএনপির দলীয় কার্যালয় ও দলটির সভাপতির বাড়িতে হামলা ও আগুন দেওয়ার ঘটনায় গত ১৩ সেপ্টেম্বর নিজ বাড়ি থেকে নায়েব আলী জোয়ার্দ্দার ও ২ টি
নাশকতাসহ হত্যা মামলায় ৮ নভেম্বর ঢাকা থেকে গ্রেফতার হয় তাহজীব আলম সিদ্দিকী সমি। এরপর থেকে তারা দুজনই জেলা কারাগারে ছিলেন।

Ad
সর্বশেষ