Eagle TV Logo
Ad

ঝিনাইদহের বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরাদেহ উদ্ধার

ঈগল টিভি ডেস্ক

ঝিনাইদহে বিল থেকে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের যাত্রাপুর গ্রামের মষিয়াঘাট মাঠের বিল থেকে পঞ্চায়ার্ধো ওই ব্যক্তির মৃত দেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ওই বিলের মধ্যে একটি পুকুরে একটি মৃত দেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে তার মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
উদ্ধার হওয়া লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। এটি হত্যা নাকি স্বাভাবিক
মৃত্যু তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয়রা বলেন, অগত এই ব্যক্তি কি কারনে বিলের মাঝে এসেছিলেন বা কিভাবে তার লাশ বিলের মাঝে এই পুকুরে আসলো তা কেউ জানে না। সকালে হঠাৎ করেই কয়েকজন কৃষক বিলের মাঠে যাই যার পর পুকুরের মাঝে কিছু একটা ভেসে থাকতে দেখে । পরে কাছে গিয়ে দেখেন মৃতদেহ পানিতে ভাসছে তা দেখে তারা দ্রুত স্থানীয়দের খবর দেন স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সদর থানা পুলিশকে খবর দেয় এরপর ঝিনাইদহ সদর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যান। আশপাশের কয়েক গ্রামের খোঁজ নেওয়া হয়েছে কিন্তু মৃতদেহটি আসলে কার অথবা এই ব্যক্তির বাড়ি কোথায় তার কোন কিছুই এখনো জানা যায়নি।

Ad
সর্বশেষ