Eagle TV Logo
Ad

ঝিনাইদহে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

ঈগল টিভি ডেস্ক

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠনিক করার লক্ষ্যে ঝিনাইদহের

মহেশপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের বাকোশপোতা স্কুল মাঠে এ সমাবেশের   আয়োজন করে জাতীয়তাবাদী কৃষকদল।

দলটির কেন্দ্রীয় কর্মসূচী ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ   হিসেবে অুনষ্ঠিত এ সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও   গবেষণা বিষয়ক সহ-সম্পাদক আমিরুজ্জামান খান শিমুলসহ কেন্দ্রীয় ও স্থানীয়  কৃষক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সেসময় বক্তারা, বৈষম্যবিরোধী নতুন বাংলাদেশে সমতার ভিত্তিকে কৃষি ব্যবস্থা  গড়ে তোলার আহ্বান জানান। সেই সাথে আগামী দিনে বিএনপি রাষ্ট্রক্ষমতায়  এলে কৃষকদের বিনামুল্যে সার-বীজ সরবরাহসহ নানা সুবিধা দেওয়ার আশ্বাসও  দেন।

Ad
সর্বশেষ