বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠনিক করার লক্ষ্যে ঝিনাইদহের
মহেশপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের বাকোশপোতা স্কুল মাঠে এ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী কৃষকদল।
দলটির কেন্দ্রীয় কর্মসূচী ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে অুনষ্ঠিত এ সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক আমিরুজ্জামান খান শিমুলসহ কেন্দ্রীয় ও স্থানীয় কৃষক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা, বৈষম্যবিরোধী নতুন বাংলাদেশে সমতার ভিত্তিকে কৃষি ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। সেই সাথে আগামী দিনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে কৃষকদের বিনামুল্যে সার-বীজ সরবরাহসহ নানা সুবিধা দেওয়ার আশ্বাসও দেন।