Eagle TV Logo
Ad

ঝিনাইদহে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

ঈগল টিভি ডেস্ক

‘ঐক্যবদ্ধ কাজ করি, কুষ্ঠমুক্ত দেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে  বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। সিভিল সার্জন অফিস ও ওয়েলফেয়ার ইফোর্টস  (উই)’র আয়োজনে রোববার সকালে সিভিল সার্জন অফিসের সামনে থেকে  একটি  র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পৌর গোরস্থানের  সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় মানববন্ধন কর্মসূচী।

 

দিবসটিতে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: মিলিথা ইসলাম, উই’র পরিচালক  শরিফা খাতুনসহ অন্যান্যরা অংশ নেয়।   কর্মসূচীতে বক্তারা, বিকলাঙ্গতা রোধ ও কুষ্ঠ রোগ নির্মুলে জনগণের সচেতনতা   ‍বৃদ্ধি করতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।

Ad
সর্বশেষ