ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আরো একটি হত্যা মামলা গ্রেফতার দেখানো হয়েছে। আজ মঙ্গরবার (২৮ জানুয়ারি) সকালে ঝিনাইদহ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে ওই মামলায় স্যোন এরেষ্ট দেখানো হয় তাকে। ২০১৬ সালের ২৫ অক্টোবর জামায়াত কর্মি মোঃ তারেক হাসান ওরফে সজীব হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে।
বিশেষ ব্যবস্থায় সকাল অনুমান ৮ টা ১০ মিনিটে ঝিনাইদহ জেলা কারাগার থেকে মিন্টুকে আদালতে আনা হয়। অনুমান পোনে ৯টার দিকে ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়ার ম্যাজিস্ট্রে আমলী আদালতে নেওয়া হয় তাকে। এ সময় সিআইডির পরিদর্শক কামাল হোসেন জামায়াত কর্মি মোঃ তারেক হাসান ওরফে সজীব হত্যার ঘটনায় মিন্টুকে স্যোন এরেষ্ট দেখানোর আবেদন জানান। আদালত তদন্তকারীর আবেদন মঞ্জুর করেন। এ সময় মিন্টুর আইন জীবি জামিনের আবেদন জানান। সংক্ষিপ্ত শুনানী শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ ফারুক আযম আবেদন না মুঞ্জুর করে মিন্টুকে জেলা হাজতে প্রেরণের নির্দেশ দেন।
আদালত সুত্র জানা যায়, ২০১৬ সালের ১৩ জানুয়ারি জামায়ত কর্মি মোঃ তারেক হাসান ওরফে সজীবকে জেলা শহরের আলহেরা স্কুলের কাছ থেকে সাদা পোষাকে অপহরণ করে পুলিশ। একই বছরের ২৫ তারিখে সকালে স্থানীয় বাইপাস সড়ক সংলগ্ন ভুটিয়ার গাতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে গুলি বিদ্ধ মরদেহ উদ্ধার হয় তার। এ ঘটনায় ২০২৪ সালের ৬ অক্টোবর নিহতের মা ঝিনাইদহ জেলা শহরের আরাপপুর গ্রামের মাহফুজা খাতুন বাদি হয়ে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ঝিনাইদহকে মামলাটি তদন্ত করার জন্য নিদের্শ দেন আদালত।
মামলায় প্রধান আসামী করা হয়েছে ঝিনাইদহের তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার বর্তমানে পুলিশ সুপার আজবাহার আলী শেখ, সে সময়কার এএসপি গোপিনাথ কানজিলাল, সদর থানার তৎকীলন ওসি হরেন্দ্র নাথ, ডিবির এসআই এজাজ, সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী সমি সহ ১০ জনকে। সাইদুল করিম মিন্টুকে এ মামলার ৭ নাম্বার আসামী করা হয়েছে।
এর আগে বিশেষ ব্যবস্থায় জেলা কারাগার থেকে মিন্টুকে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের তৃতীয় তলায় ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে উপস্থিত করা হয়।
—আগষ্ট (৫ আগষ্ট) বিপ্লবের পরে মিন্টুর বিরুদ্ধে নতুন করে ৬টি হত্যা মামলা দায়ের হয়েছে। ঝিনাইদহ- ৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় সাইদুল করিম মিন্টুকে ঢাকা ২০২৪ সালের ১১ জুন রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয়। ২০২৪ সালের ৩ ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে ঝিনাইদহ জেলা কারাগারে আনা হয়। সেই থেকে কারাগারেই আছেন তিনি