Eagle TV Logo
Ad

স্ত্রীর হাতে স্বামী খুন

ঈগল টিভি ডেস্ক

ঝিনাইদহের   হরিণাকুন্ডু   উপজেলায়   শড়াতলা   নামক গ্রামে স্ত্রীর  হাতে স্বামী খুন হয়েছে বলে জানা গেছে।রবিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা তিন টার সময় এ ঘটনা ঘটে।

নিহত রানা(৩৫) শড়াতলা গ্রামের মইনুদ্দিনের ছেলে । নিহত রানা ও তার স্ত্রী চম্পা খাতুন এর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল।

নিহতের মা ও স্থানীয়দের ভাষ্যমতে স্ত্রীর তার স্বামীকে বালিশ চাপা দিয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করেন।পরবর্তীতে মৃত্যুর ভয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে আসে এবং রানাকে  মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে।

হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ এমএ রউফ খান বলেন ঘটনা শুনেছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব ।নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি।

Ad
সর্বশেষ