Eagle TV Logo
Ad

ইফতারে বেঁচে থাকা দুই টুকরো কমলা খাওয়ায় এতিম কিশোরকে পাশবিক নির্যাতন, পলাতক অভিযুক্ত শিক্ষক

ঈগল টিভি ডেস্ক

ঝিনাইদহ সদর উপজেলার আদর্শ ইয়াতিখানায় ইফতারে বেচে যাওয়া দুই টুকরো
কমলা খাওয়ায় সাগর হোসেন নামে এক কিশোরকে বেধড়ক মারপিট করা হয়েছে।
হাত-পা বেধে তার উপর চালানো হয় অমানুষিক নির্যাতন। আজ বুধবার সকালে
ইয়াতিমখানার ভিতরেই এই নির্যাতনের ঘটনাটি ঘটে। এনিয়ে ব্যপক ক্ষোভের
সৃষ্টি হয়েছে এলাকার মানুষের মাঝে। এতিমখানা ছেড়ে পালিয়ে গেছেন পাষন্ড
মাওলানা শিক্ষক ইমরান হাওলাদার।
স্বজনরা জানান, গত সোমবার জনৈক এক ব্যক্তি আদর্শইয়াতিম খানায় ইফতারের
আয়োজ করেন। ইফতার শেষে কয়েকটি কমলা বেচে যা। সেখান থেকে কিশোর
সাগর হোসেন ২ টুকরো কমলা খায়। এরপর মাওলানা শিক্ষক ইমরান হাওলাদার তাকে
ডেকে নিয়ে এই নির্যাতন করেন। সাগর হোসেনকে ঝিনাইদহ সদর হাসপাতালে
ভর্তি করা হয়েছে। এলাকাবাসি পাষন্ড মাওলানা শিক্ষকের দৃষ্টান্তমূলক বিচারের দাবি
জানিয়েছেন।

Ad
সর্বশেষ