ঝিনাইদহের কালীগঞ্জে ভুল চিকিৎসায় শ্রী উৎস ভট্টাচার্য নামে এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে উপজেলার কালীগঞ্জ ইকো ডায়াগনোস্টিক সেন্টার এন্ড ফাতেমা প্রাঃ হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত উৎস উপজেলার রায়গ্রামের উজ্জ্বল ভট্টাচার্যের ছেলে।
স্বজন ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে উপজেলা শহরের ইকো ডায়াগনোস্টিক সেন্টার এন্ড ফাতেমা প্রাঃ হাসপাতালে নাকের পলিপাস অপারেশনের জন্য ভর্তি হয় শ্রী উৎস ভট্টাচার্য। হাসপাতালের চিকিৎসক রাজিবুল আহসান দুপুরে রোগীর পলিপাস অপারেশন করান। অপারেশন করার পর রোগীর জ্ঞান না ফেরাই তাকে দ্রুত যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বিকেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পৌছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠ তদন্ত করে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে।
এ ঘটনার পর স্থানীয় প্রশাসন ইকো ডায়াগনোস্টিক সেন্টার এন্ড প্রাঃ হাসপাতালটি পরিদর্শন করেছে । তবে পরিবারের পক্ষ থেকে এখনও থানায় কোন অভিযোগ দায়ের করেনি। শ্রী উৎস ভট্টাচার্য সরকারি মহাতাব উদ্দীন ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র ।