ঝিনাইদহে ৪ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। হরিণাকুন্ডু উপজেলার পোলতাডাঙ্গা গ্রামে এই ধর্ষণের ঘটনাটি ঘটেছে।
এ ঘটনার ১১ দিন পর সোমবার ভিকটিমের মা হরিনাকুন্ডু থানায় এসে একটি মামলা দায়ের করেছেন। এই ঘটনায় ঘাতক ইমরানকে গ্রেফতার করেছে জলা ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা
হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত করমর্কতা এমএ রউফ খান জানান, গত ২৭ ফেব্রæয়ারি পোলতাডাঙ্গা গ্রামের রেজাউল খন্দকারের ছেলে রাজ মিস্ত্রি ইমরান হোসেন চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের ভুট্টো ক্ষেতে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। ঘটনার পর শিশুটির পরিবার লোক লজ্জার ভয়ে দীর্ঘ সময় বিষয়টি আড়াল করে রাখেন এবং নিজেদের মধ্যে মিমাংসার চেষ্টা করেন। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশের সহযোগিতায় আজ তারা থানায় মামলা দায়ের করেছেন। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। মামলার পরপরই জেলা ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা অভিযান চালিয়ে ধর্ষক ইমরানকে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে।