সকাল দশটায় ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ভাটই বাজারে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, এক নারী সাথে ২০ থেকে ৪০ জন নারী ও পুরুষ নিয়ে ভাটই বাজারে এসে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের উপর অবস্থান নেন। সে সময় স্থানীয়রা ছুটে এসে কারণ জানতে চাইলে তিনি বলেন আমি বিল্লাল নামের এক ছেলেকে ভালবাসি তার সাথে আমার পরকীয়ার সম্পর্ক আছে। আমি তাকে বিয়ে করতে চাই। কিন্তু স্থানীয়রা আমার এই বিয়েতে বাদ সাধে। টাকার বিনিময়ে বিল্লালের কাছ থেকে আমাকে আলাদা করতে চাই কিন্তু আমি তা মানবো না আমি বিল্লাল কেই বিয়ে করব আমি বিল্লালকে ছাড়া বাঁচবো না।
স্থানীয় কয়েকজন বলেন মহিলা যখন লোকজন নিয়ে মহাসড়ক অবরোধ করেন তখন আমরা তাদেরকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেই পরে মহিলার লোকজন এসে মহিলাকে নিয়ে যায়।