Eagle TV Logo
Ad

শৈলকুপায় ২দল গ্রামবাসীর সংঘর্ষে ১০ জন আহত, বাড়ীঘর ভাংচুর

tvdesk

ঝিনাইদহের শৈলকুপায় ২দল গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন হয়েছে। ভাংচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়ীঘর। রোববার বিকেলে উপজেলার সারুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সারুটিয়া গ্রামের  নজরুল ইসলাম জেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল করিম আলাল বিশ্বাসের সমর্থক ও তার ভাই মাহবুব হোসেন শৈলকুপা উপজেলা বিএনপির সদস্য নওয়াব আলী লস্করের সমর্থক।
রোববার সকালে নজরুল ইসলাম ও মাহবুরের মধ্যে জমি নিয়ে তর্ক-বিতর্ক ও মারামারি হয়। এরই জের ধরে বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হয়। ভাংচুর করা হয় বেশ কয়েকটি বাড়ীঘর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, পারিবারিক বিরোধ সামাজিক বিরোধে রূপ নিয়ে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

Ad
সর্বশেষ