আজ সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের গোলপনগর গ্রামে টিসিবির পণ্য আনতে যাওয়ার পথে ইজিবাইক উল্টে হৃদ্য় হোসেন(১১) নামের এক শিশু আহত হয়েছে।
খবর নিয়ে জানা যায় আজ সকালে একই উপজেলার রানীনগর গ্রাম থেকে অন্য সবার সাথে ইজিবাইকে করে গোলপনগর গ্রামে বোর্ড অফিসের উদ্দেশ্যে যাত্রা করে। গোলপনগর গ্রামে মাঠের ভিতর পৌঁছালে ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদের ভিতর পড়ে যায়৷ এ সময় হৃদয় হোসেন ইজিবাইকের নিচে পড়ে তার একটি পা ভেঙে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রায় ২ ঘন্টা পর চিকিৎসার জন্য হৃদয়কে কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করেন৷ আহত হৃদ্য় ঢাকার শাহীন হোসেনের ছেলে বলে জানা যায়৷
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সফিকুল ইসলাম চৌধুরী বলেন, সড়ক দূর্ঘটনার কথা শুনেছি। এই ঘটনায় ব্যাটারি চালিত ইজিবাইকের এক যাত্রী মারাত্বক ভাবে আহত হয়েছে।