Eagle TV Logo
Ad

স্বামীকে বাঁচাতে আচল পেতে ভিক্ষা চাচ্ছেন চায়না খাতুন

ঈগল টিভি ডেস্ক

অসুস্থ হাবিবকে আর্থিক সাহায্য করলেন উজ্জ্বল আলী ।অসুস্থ স্বামীকে বাঁচাতে মানুষের কাছে সমাজের বৃত্তবান দের কাছে আচল পেতে ভিক্ষা চায় চায়না খাতুন। বড্ড অভাবের সংসার , চায়নার স্বামী হাবিবুর রহমান দিনমজুরি করে কখনো আবার ইটভাটাই কাজ করে সংসার চালাত। বছর দুয়েক আগে হঠাৎ করেই তার বুকে প্রচণ্ড ব্যাথা উঠে, দ্রুত ডাক্তারে কাছে গিয়ে দেখেন তার হার্টে মাংস বেড়েছে। দ্রুত অপারেশন করতে হবে, ৩ লক্ষ টাকা খরচ  লাগবে৷ কিন্তু ২ ছেলে, ১ কন্যা সন্তান ও স্ত্রী কে নিয়ে কোন মতে দুই বেলা নুন ভাত খেয়ে বেঁচে থাকত। সেখানে ৩ লক্ষ টাকা কোথাই পাবে। টাকার অভাবে পার হয়ে গেছে ২ বছর এখন একেবারেই অসুস্থ হাবিবুর রহমান। সপ্তাহে ৫০০ টাকার ওষুধ লাগে তার। সেই টাকাও তার নেই। পাড়া প্রতিবেশিরা মাঝে মাঝে চাল ডাল ও ওষুধ কিনে দেয় তাই খেয়ে বেঁচে আছে হাবিবুর রহমান। তার চিকিৎসার জন্য  শিক্ষক নেতা উজ্জ্বল আলী আজ সকালে হাবিবুর রহমানের বাড়ি শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের সারুটিয়া গ্রামে হাজির হয়।

 

এই সমাজের মানবিক মানুষ যারা আছেন তারা সবাই যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে বিধবা হবে না আমার বোন চায়না খাতুন, পিতা হারা হবে না ছোট ছোট দুইটা ছেলে ও একটা মেয়ে। ও মানবিক মানুষ আসুন মানবিক মানুষ উজ্জ্বল আলীর মত সাহায্যের হাত বাড়িয়ে দিই হাবিবুরের জন্য।

Ad
সর্বশেষ