সারুটিয়া ইউনিয়নের ব্যারিস্টার সুমন হিসাবে খ্যাত শিক্ষক নেতা উজ্জ্বল আলী। সারুটিয়া ইউনিয়নের যে খানেই সমস্যা সেখানেই ছুটে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন, শিক্ষক নেতা ও অবিরাম উন্নয়ন বাংলাদেশের সভাপতি উজ্জ্বল আলী। আজ শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের বৃত্তিবাখরবা গ্রামের জিকে সেচ প্রকল্পের উপর নির্মিত ব্রিজের একপাশের সংযোগ সড়কের বেহাল অবস্থা।বছর খানেক ধরে নিয়মিত ঘটছে ছোট বড় দূর্ঘটনা।
বিষয়টি নজরে আসে মানবিক মানুষ শিক্ষক নেতা উজ্জ্বল আলীর। তিনি নিজ উদ্যোগে আজ বৃত্তি বাখরবা গ্রামের ব্রিজের সংযোগ সড়ক সংষ্কারের জন্য, ইট, বালু, সিমেন্ট ও আর্থিক সাহায্য প্রদান করেন। একই সাথে সংষ্কার কাজের শুভ উদ্ভোধন করেন
স্থানীয় গ্রাম বাসীরা বলেন, ব্যস্ত এই ব্রিজের প্রতিদিন ছোট বড় অসংখ্য দূর্ঘটনা ঘটত। অনেক জনপ্রতিনিধিকে বলেও কোন কাজ হয়নি, এবার সারুটিয়া ইউনিয়নের পুরাতন বাখরবা গ্রামের মানবিক মানুষ শিক্ষক নেতা উজ্জ্বল আলী এই কাজ করে দিচ্ছেন এতে করে সাধারণ মানুষের ভোগান্তি হ্রাস পাবে।
এই বিষয়ে শিক্ষক নেতা উজ্জ্বল আলী বলেন, ২০১৮ সাল থেকে মানবিক কাজ করে যাচ্ছি যত দিন বেঁচে থাকবো তত দিন মানবিক কাজ করে যাবো ইনশাল্লাহ।