মাগরিবের জামায়াত শুরু হয়ে গেছে তাই তাড়হুড়ো করে মসজিদে ঢুকতে গিয়ে দরজায় ধাক্কা লেগে এক যুবকের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ফকিরামুরা কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ পড়ার জন্য একই গ্রামের আলী হোসেন এর ছেলে মুনসেফ আলী(২৫) মসজিদের দরজায় ধাক্কা লেগে নিহত হয়। স্থানীয়রা জানান শনিবার মাগরিবের নামাজ পড়ার জন্য দ্রুত মসজিদে ঢুকতে গেলে নিহত মুনসেফ আলী কাচের দরজায় ধাক্কা খেলে, দরজা ভেঙ্গে গিয়ে কাঁচের বিভিন্ন খণ্ড অংশ তার শরীলে ক্ষতের সৃষ্টি করে। এর পর স্থানীয়রা তাকে উদ্ধার করে রামু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মুসল্লিদের দেওয়া তথ্যমতে, মুনসেফ মাগরিবের নামাজের সময় দেরি হওয়ায় তাড়াহুড়ো করে মসজিদে প্রবেশ করার সময় মসজিদের দরজার থাই গ্লাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে গ্লাস ভেঙে তার শরীর কেটে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। মুসল্লিরা উদ্ধার করে প্রথমে একই ইউনিয়নের চেইন্দার মা ও শিশু হাসপাতালে নিয়ে যায়। পরে কক্সবাজার সদর হাসাপাতালে নিয়ে আসলে সেখানে তার মৃত্যু হয়।
রামু থানার ওসি দেওয়ান আবু তাহের বলেন, মাগরিবের নামাজ পড়তে তাড়াহুড়ো করে মসজিদে ঢুকতে গিয়ে গ্লাস ভেঙে আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে।