Eagle TV Logo
Ad

আলমসাধু ও পাওয়ার টিলারের সংঘর্ষে নিহত ১

ঈগল টিভি ডেস্ক

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মানদার তলায় পাওয়ার টিলার ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে নিহত ০১ জন।

 

ঝিনাইদহের মহেশপুরে আলমসাধু ও পাওয়ারট্রিলারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ইউনিলিভার কোম্পানীর এস আর পল্লাদ মালি (২৮) নামের এক যুবক নিহত হয়েছে। এঘটনাটি ঘটেছে  রোববার রাত ৮টার দিকে উপজেলার মহেশপুর-যাদবপুর সড়কের গয়েশপুর নামক স্থানে। পুলিশ নিহত পল্লাদ মালির লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে ।

নিহত পল্লাদ মালি ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার দুধরাজপুর গ্রামের বাবু মালির ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, রোববার রাত ৮টার দিকে যাদবপুর বাজারে ইউনিলিভার কোম্পানীর পন্য সাপ্লাই দিয়ে মহেশপুরে আসার পথে গয়েশপুর নামক স্থানে পৌছালে বিপরিত দিক থেকে আসা পাওয়ার ট্রিলারের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ সালাউদ্দীন আহাম্মেদ জানান, গয়েশপুর মোড়ে আলমসাধু ও পাওয়ার ট্রিলারের মুখোমুখি সংঘর্ষে পল্লাদ মালি নামের এক জন ঘটনাস্থলেই মারা গেছে।

মহেশপুর থানার সেকেন্ড অফিসার এস আই হাবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত পল্লাদের লাশ উদ্ধার করা হয়েছে। ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

Ad
সর্বশেষ