ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের সামনে বিশাল আকৃতির একটি রেইনট্রি কড়ই গাছ মারা গেছে ২ বছর আগে। এখন হালকা বাতাসে বা মাঝে মাঝে এমনিতেই গাছের মরা ডাল ভেঙে পড়ছে। যে কোন সময় গাছের বড় ডাল ভেঙে পড়ে বড় দূর্ঘটনা ঘটতে পারে।
শৈলকুপা উপজেলার ৩১২ টা গ্রামের সাড়ে ৫ লক্ষ মানুষে এক মাত্র চিকিৎসা কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিদিন হাজার হাজার মানুষ তাদের স্বজন দের চিকিৎসা দিতে বা হাসপাতালে ভর্তি অবস্থায় তার খোজ খবর নিতে হাসপাতল চত্বরে আসেন। আর হাসপাতালের জরুরি বিভাগের সামনে বিশাল আকৃতির মৃত রেইনট্রি কড়ই গাছটি এখন সবার কাছে আতঙ্কের নাম।
হাসপাতালে আসা রুগী ও তাদের স্বজনরা অনুরোধ করছেন অতিদ্রুত যাতে এই মৃত গাছটি অপশরন করা হক।