আগুনে পুড়ে ভ্যানচালকের ৪টি ছাগল একটি রান্না ঘর ও একটি গোয়াল ঘর পুড়ে ছাই ,লক্ষাধিক টাকার ক্ষতি।মঙ্গলবার মধ্যরাতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়ানের গাড়াখোলা গ্রামের ভ্যানচালক মুক্তার হোসেনের বাড়িতে এই দূর্ঘটনা ঘটে । পাশের বাড়ির রান্না ঘর থেকে এই আগুনের সুত্রপাত বলে জানান স্থানীয়রা ।আনুমানিক রাত ১২টার পর আগুন লাগে গোয়াল ঘরে । মুক্তার হোসেন ঘর থেকে বাইরে তাকিয়ে দেখে দাওদাও করে আগুন জলছে।এসময় চিৎকার করে ঘর থেকে বের হয়ে একাই আগুন নেভানোর চেষ্টা করেন । এসময় আগুনে পুড়ে আহত হয় মুক্তার হোসেন । মুক্তার হোসেন এর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন এবং ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রে আনে । যত ক্ষণে আগুন নিয়ন্ত্রে আনেন তত ক্ষণে ৪টি ছাগল একটি রান্না ঘর ও একটি গোয়াল ঘর পুড়ে ছাই । এসময় পাশে থাকা একটি গোয়াল ঘর থেকে ২টি গরু বের করতে পারেন স্থানীয়রা ।
১৩নং উমেদপুর ইউনিয়ানের চেয়ারম্যান আলহাজ সাবদার হোসেন মোল্লা বলেন,আমি সকালে ঘটনা স্থল পরির্দশন করেছি। গরীব ভ্যান চালক মুক্তারের ৪টি ছাগল একটি রান্না ঘর ও একটি গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে গেছে এতে তার ,লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে । আমি তাকে একটি ভাল জাতের ছাগল কিনে দেবো ।