Eagle TV Logo
Ad

নেপাল কে হারিয়ে বিশ্বকাপের সেমির পথে বাংলাদেশ

ঈগল টিভি ডেস্ক

ICC  U19  WORLD CUP 2024   SUPER  SIX  এর বাংলাদেশ নিজেদের প্রথম খেলায় নেপাল  U19  দলকে ৫ উইকেটে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। নেপাল U19 দল প্রথমে ব্যাট করে ৪৯.৫ ওভারে ১০ উইকেটে হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে। বাংলাদেশ U19  দল ২৫.২ বলে ৫ উইকেটের বিনিময়ে ১৭০ রান সংগ্রহ করেন। বাংলাদেশের পক্ষে ১৯রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যান আফদ্যা ম্যাচ নির্বাচিত হয় রোহানাথ দুল্লাহ বর্ষণ ।

Ad
সর্বশেষ