Eagle TV Logo
Ad

সুদের বিনিময় ঋণ নিলেন ইসলামি ব্যাংক

ঈগল টিভি ডেস্ক

সোনালী ব্যাংক থেকে  সুদের বিনিময় ১হাজার কোটি টাকা নিলেন ঋণ নিলেন ইসলামি ব্যাংক বাংলাদেশ লি:। তারল্য সংকটে ভুগতে থাকা ইসলামি ব্যাংক ২৬ ডিসেম্বর  ১০.৫% হারে ১৪ দিনের জন্য সোনালী ব্যাংক পিএস্ এল থেকে ঋণ নেয়। ১৪ দিন পার হলেও এখনো ঋণের সব টাকা পরিশোধ করতে পারেনি । ইসলামি ব্যাংক ও শরিয়াহ নীতি মালা অনুযায়ী কোন ইসলামী ব্যাংক সরাসরি সুদের বিনিময় ঋণ আদান প্রদান করতে পারবেনা । সব আইন ভংঙ্গ করে এই ঋণ গ্রহন করেন ইসলামি ব্যাংক। অনেক টাই গোপনে ঋণ নেয় ইসলামি ব্যাংক। তবে সঠিক সময়ে সব টাকা পরিশোধ করতে ব্যার্থ হাওয়াই বিষয়টি প্রকাশ হয়ে যায় ।

Ad
সর্বশেষ