ঝিনাইদহে অটোরাইচ মিলে অতিরিক্ত ধান মজুদ রাখায় ১লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সদরের হাটগোপালপুরের শুভ প্রগতি এগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের ধানের গোডাউনে খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার অভিযান পরিচালনা করেন।
সেসময় জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়াসহ প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তার উপস্থিত ছিলেন।
মিল মালিক তপন কুন্ডুকে সতর্ক করার পাশাপাশি অতিরিক্ত ধান মজুদ রাখবে না বলে মুসলেকা নেওয়া হয়।
এ সময় খাদ্যমন্ত্রী বলেন, এখানে যে পরিমান ধানের মজুদ থাকার কথা তার চেয়ে বেশী রয়েছে । যা চরম আইনের লঙ্ঘন । তাকে সতর্ক করা হলো । তিনি যদি ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ডের সাথে জড়িত থাকেন তার বিরুদ্ধে আরো বড় ব্যবস্থা করা হবে ।
তিনি আরো বলেন, এখানে একটি কমিটি করে দেওয়া হয়েছে । কমিটি তাদের মনিটরিং করবে । চাউল বাজারজাত কোনভাবেই যেন ক্ষতিগ্রস্থ না হয় সে কারণে মিলটি আপাতত বন্ধ করা হলো না ।