Eagle TV Logo
Ad

কুষ্টিয়াই যুবকের ৮ টুকরো লাশ উদ্ধার, আটক ৫

ঈগল টিভি ডেস্ক

কুষ্টিয়াই নিখোঁজের ৩ দিন পর মিলন হোসেন (২৭) নামের এক যুবকের ৮ টুকরো মরা দেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার হরিপুর চর থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে।

নিহত মিলন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পূর্ব বাহির মাদি এলাকার মাওলা বক্সের ছেলে।পড়া লেখার পাশাপাশি আউটসোর্সিং এর কাজ করতেন এই মিলন। ১০ মাস আগে মিমি খাতুন কে তিনি বিয়ে করেন।

হাউজিং এলাকার সজল মিলন কে মোবাইল করে ডেকে নিয়ে যায়। বুধবার সকাল ১১ টাই বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি মিলন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, মিলন নামের এক যুবকের ৮ টুকরো লাশ পদ্মার চর থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় থানায় আগেই একটি নিখোঁজের জিডি করা হয়। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।আর এই ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে জেলা ছাত্র লীগের সহ সভাপতি সজীব হেসেন ও রয়েছে।

Ad
সর্বশেষ