Eagle TV Logo
Ad

ঝিনাইদহে সাপের কামড়ে সাপুড়িয়ার মৃত্যু

ঈগল টিভি ডেস্ক

ঝিনাইদহে বিষধর সাপ নিয়ে খেলতে গিয়ে অকালে প্রাণ হারিয়েছেন তুফান (৩০) নামে এক যুবক। শনিবার (৩ ফেব্রয়ারি) মধ্যরাতে ঝিনাইদহ সদর উপজেলার কোলা গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তিনি হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের আলফাজ মন্ডলের ছেলে। বড় ভাই আফাঙ্গীর হোসেন জানান, তুফান মাঝে মধ্যে বাড়িতে পালিত বিষধর সাপ নিয়ে খেরতো। শনিবার রাত ৮টার দিকে সাপ নিয়ে খেলতে গিয়ে কামড় দেয়। সাপের কামড় খেয়েও তুফান বিষয়টি গোপন রাখে এবং নিজে নিজে ঝাড়ফুক করেন। রাত যত গভীর হয় ততই তার অবস্থার অবনতি ঘটে। আফাঙ্গীর হোসেন আরা জানান, এ অবস্থায় তুফানকে আরেক সাপুড়িয়ার কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে ঝাড়ফুক চলে গভীর রাত পর্যন্ত। এক পর্যায়ে দ্রæত তার শারিরীক অবস্থার অবনতি হলে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎক জানান, অনেক আগেই তার মৃত্যু হয়েছে। হলিধানী ইউনিয়নের কোলা ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুর রশিদ বলেন, তুফান বাড়িতে সাপ নিয়ে খেলা করতো। আর এই সাপের কামড়েই তার মৃত্যু হয়েছে।

Ad
সর্বশেষ