#পুলিশ সদস্য বাবার বড় আদরের এক মাত্র পুত্র সন্তান যেমন জেদী তেমন ছিলো দূরন্ত স্হসী ।
কুয়াশা ছন্ন শীতের রাত , ব্যাস্ত ঝিনাইাদহ কুষ্টিয়া মহাসড়ক , এমন সময় মোদন ডাংগা বাজার পার হয় ১১০/১২০ কিমি বেগে ছুটে চলা একটি মোটর সাইকেল । হঠাৎ বিকট শব্দ সবাই ছুটে এসে দেখে সেই মোটর সাইকেলটি দাওদাও করে জলছে ।একজন মানুষ ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে আছে। তার পাশেই পড়ে আছে দুমড়ে মুচড়ে যাওয়া েএকটি ট্রাক ।
ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের ধাক্কায় শাহারুল ইসলাম (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার রাত ৮ টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার ১৭ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহারিয়া রহমান শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মহিষগাড়ী গ্রামের পুলিশ কর্মকর্তা জাকির হোসেনের ছেলে।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিম ক্যাম্পের সার্জেন্ট ফয়সাল আহমেদ জানান, রাত ৮ টার দিকে মোটরসাইকেল শাহারুল ইসলামসহ ২ জন কুষ্টিয়া থেকে ঝিনাইদহ অভিমুখে যাচ্ছিলো। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শাহারুল ও অপরযাত্রী গুরুতর আহত হয়। মোটরসাইকেলটি রাস্তায় পড়ে আগুন ধরে যায়। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আহত শাহারুল ইসলামকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা বলে প্রাথমিক ভাবে ধারনা করছে পুলিশ।