ঝিনাইদহে ধর্ষণ চেষ্টা মামলার আসামি মিরাজ হোসেন (২৭) কে গ্রেফতার করেছে র্যাব-৬। ১৭ ফেব্রুয়ারী রাত ৩ টার দিকে সদর উপজেলার আড়ুয়াডাঙ্গা থেকে গ্রেফতার করা হয় ।
আটককৃত আাসমী মিরাজ হোসেন (২৭) ঝিনাইদহ সদর উপজেলার আনসার মোল্ল্যার ছেলে ।
ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর নাইম জানান, ভিকটিম একজন ১৪ বছর বয়সী একজন কিশোরী। ধৃত আসামী এবং ভিকটিম একই এলাকার প্রতিবেশী সেই সুবাদে ভিকটিমকে পূর্ব হতেই প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন জিনিসের প্রলোভন দেখিয়ে আসছিলো। আসামী একজন বিবাহিত হওয়ায় ভিকটিম তার প্রস্তাবে রাজী হয়নি। গত ১১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে রাত সাড়ে ৯টায় ভিকটিম পিকনিকে যাওয়ার উদ্দেশ্যে ঘর হতে বের হলে পূর্ব পরিকল্পনা মোতাবেক ধৃত আসামীসহ তার দুই বন্ধু সহযোগী ভিকটিমকে জোর পূর্বক তার বান্ধবীর বাড়ীর পাশে হায়দার আলীর আম বাগানে নিয়ে যায় । এসসময় ধ্বস্তাধ্বস্তির এক পর্যায়ে ভিকটিমের ডাক-চিৎকারে আসেপাশের লোকজনের আসতে শুরু করে । পরে ভিকটিমকে হুমকি দিয়ে ধৃত আসামী ঘটনাস্থল ত্যাগ করে। ভিকটিম বিষয়টি তার পরিবারকে অবহিত করলে ভিকটিমের পিতা বাদী হয়ে গত ১৫ ফেব্রুয়ারি তারিখে ঝিনাইদহের সদর থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করে।
তিনি আরো জানান, এরই ধারাবাহিকতায় উক্ত ধর্ষণ চেষ্টা মামলার প্রধান পলাতক আসামী মিরাজকে ঝিনাইদহের সদর থানা আড়ুয়াডাঙ্গা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় । গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে।
পরে গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্থান্তর করা হয়।