Eagle TV Logo
Ad

ঝিনাইদহে ২ দিন ব্যাপী কারাতে সেমিনারের উদ্বোধন

ঈগল টিভি ডেস্ক
“নারীদের আত্মরক্ষার্থে কারাতে হোক অন্যতম হাতিয়ার”এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে শুরু হয়েছে ২ দিন ব্যাপী কারাতে সেমিনার।
শুক্রবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে সাতোকান কারাতে দো’র আয়োজনে এ সেমিনারের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায় এ সেমিনারের উদ্বোধন করেন। সেসময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমী, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ২ দিন ব্যাপী এই প্রশিক্ষণে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষার্থীকে আত্মরক্ষার নানা কৌশল শেখাবেন বাংলাদেশ আনসারের কারাতে কোচ সিহান কিতামুরা তেতসুরে, জাতীয় কারাতে প্রশিক্ষক জসিম উদ্দিন, প্রশিক্ষক কাজী আলী আহম্মেদ লিকু। এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের রক্ষার পাশাপাশি আত্মনির্ভরশীল হয়ে উঠবে বলে আশা তাদের।
Ad
সর্বশেষ