Eagle TV Logo
Ad

শৈলকুপায় গরু বিক্রির দালালি চাওয়া নিয়ে দফায় দফায় সংঘর্ষ

ঈগল টিভি ডেস্ক

ঝিনাইদহের শৈলকুপায় গরু বিক্রির দালালি চাওয়া নিয়ে দফায় দফায় সংঘর্ষে আহত ২ ,১ টি দোকান ও ৬টি বাড়ি ভাংচুর । এমন ঘটনা ঘটেছে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রানীনগর গ্রামে । স্থানীয়রা জানান , রানীনগর গ্রামের  হাসেম আলীর  এর গরু  ১০০০০০ টাকায় বিক্রি করে দেন একই গ্রামের  জামিরুল মোণ্ডল। জামিরুল গরু বিক্রি করে দেওয়ার জন্য, ৩০০০ টাকা দালালি চাই। এর জের ধরে বড়দাহ ব্রিজে গতকাল রাতে হাসেম ও জামিরুলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এর পর রাত ৮ টার দিকে জামিরুল তার লোকজন নিয়ে হাসেম এর বাড়িতে হামলা   করে ঘর বাড়ি ভাঙচুর করে। এসময় অনিক নামের এক যুবকের দোকান ও ভাংচুর করা হয়৷ এর জের ধরে আজ সকালে হাসেম জোয়ার্দারের লোকজন জামিরুলের সমর্থক মনিরুল মোল্লা , তৈয়ব আলী মোল্লা সহ ৬ টি বাড়িতে হামলা ভাংঙচুর করেন ।এসময় আহত হয়  আইজদ্দীন মোল্লা নামের এক কৃষক ।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম জানান ,রানীনগর গ্রামের পরিস্থিতি এখন শান্ত ‘আছে । গ্রামে  অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।

Ad
সর্বশেষ