ঝিনাইদহের হরিণাকুণ্ডতে ইটভাটায় প্রশাসনের অভিযানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ইট প্রস্তুতকারী মালিক সমিতির নেতৃবৃন্দরা। সেই সঙ্গে প্রধান উপদেষ্টা ও বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দিয়েছে তারা।
মঙ্গলবার সকাল ১২ টার দিকে হরিণাকুণ্ড উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ করে সমিতির উপজেলা শাখার নেতৃবৃন্দ ও ইট নির্মাণ শ্রমিকরা।
এ সময় বিভিন্ন ইটভাটার মালিক–শ্রমিক মিলে প্রায় সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন হরিণাকুণ্ড উপজেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক মো: ওবায়দুর রহমান সহ বিভিন্ন ইটভাটা মালিক ও শ্রমিকরা প্রমুখ।
বিক্ষোভ শেষে উপজেলা নির্বাহী কর্মকতার বিএম তারিক উজ জামানের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।