Eagle TV Logo
Ad

ইট ভাটায় মোবাইল কোট, জরিমানা, ভাংচুর বন্ধের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

ঈগল টিভি ডেস্ক

ইট ভাটায় মোবাইল কোট, জরিমানা, ভাংচুর বন্ধের প্রতিবাদে মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় উপদেষ্টা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি ঝিনাইদহ জেলা শাখা বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে।

সোমবার দুপুরে শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ করে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ও জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, সিনিয়র সহ সভাপতি হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনসহ ৬ টি উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
সেসময় ৭ দফা বাস্তবায়ন সম্বলিত স্মারকলিপি ঝিনাইদহ জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলামের কাছে প্রদান করে।

Ad
সর্বশেষ